সাভার / আশুলিয়া প্রতিনিধি | ঢাকা: জুলাই অভ্যুত্থানের সময় সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাঈম তূর্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর আগারগাঁও পানির ট্যাঙ্কি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত তূর্য প্রয়াত কেন্দ্রীয় যুবলীগ নেতা আবু আহম্মেদ নাসিম পাভেলের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এর মেধাবী শিক্ষার্থী ইয়ামিনকে নির্মমভাবে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় নিথর ইয়ামিনকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি)-এর ওপর থেকে নিচে ফেলে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তূর্য এই নৃশংস হত্যাকাণ্ডের অন্যতম ইন্ধনদাতা এবং স্থানীয়ভাবে আন্দোলনের ওপর হামলার পরিকল্পনাকারী হিসেবে মামলার এজাহারভুক্ত আসামি। সাভার মডেল থানায় দায়ের করা মামলায় এর আগে পুলিশের সাবেক এএসআই মোহাম্মদ আলীসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তূর্যকে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পরে তাকে আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে। এ ঘটনায় শহীদ ইয়ামিনের বাবা সন্তোষ প্রকাশ করে বলেন, “আমার ছেলের হত্যাকারীদের একজন গ্রেফতার হয়েছে—এতে কিছুটা স্বস্তি পেয়েছি। আমি অবিলম্বে সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” উল্লেখ্য, এই হত্যাকাণ্ডটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ হিসেবে তদন্তাধীন রয়েছে।