দৈনিক নিবার্তা

রাবি রাকসু জিএসকে প্রকাশ্যে হত্যার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্টে উত্তেজনা

রাজশাহী, ১৩ ডিসেম্বর ২০২৫:  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্য হুমকি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে হত্যার ইঙ্গিত দিয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ হুমকি দেন গালিব। ওই পোস্টে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুও সম্মতিসূচক মন্তব্য করেছেন।ফেসবুক পোস্টে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম ও বিএনপি নেতা মির্জা আব্বাসের ছবি সংযুক্ত করে গালিব লেখেন, “দয়া করে আমার ক্যাম্পাসটাকে কেউ কিছু করবেন না। অনুরোধ রইল। ওইটা শুধু আমার আর আমার ভাই মোস্তাফিজুর রহমান বাবুর ভাগ।”পোস্টের একপর্যায়ে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, “ছোটভাই, প্রটেকশন বাড়াও। ৮০ সিসি বাইক নিয়ে একা একা ঘোরাঘুরি করো না। আর তোমার আব্বা সাদিক কায়েম হেলিকপ্টারে যাতায়াত করে, তুমি অন্তত প্লেনে ঢাকা যাবা। তা না হলে যমুনার আগে ও পরে একটা কিছু হলেও হতে পারে। আমি চাই তুমি বেঁচে থাকো, অনেক হিসাব আছে।”ওই পোস্টে মন্তব্য করে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু লেখেন, “আল্লাহর কাছে দোয়া করো যেন ওকে বাঁচিয়ে রাখে।” মন্তব্যটি নতুন করে বিতর্কের জন্ম দেয়।এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, তিনি পোস্টটি সরাসরি দেখেননি, তবে অন্যদের মাধ্যমে বিষয়টি জেনেছেন। তার ভাষায়, আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্ট বিভিন্ন পেজ থেকে মাঝেমধ্যেই তাকে ‘নেক্সট টার্গেট’ বলে উল্লেখ করে এ ধরনের পোস্ট দেওয়া হয়।আম্মার বলেন, “আল্লাহর দেওয়া জান আল্লাহই নিয়ে যাবেন। এসব হুমকিতে আমি ন্যূনতম ভীত নই। প্রোটোকল বাড়ানো বা ঘরে বসে থাকার কোনো পরিকল্পনা নেই। আমি আমার কাজ করে যেতে চাই।”গালিবের বিষয়ে মন্তব্য করে তিনি আরও বলেন, ছাত্রলীগ ক্ষমতায় থাকাকালীনও তার কোনো কার্যকর প্রভাব ছিল না। “এ ধরনের পোস্টকে গুরুত্ব দেওয়া মানেই তাকে গুরুত্ব দেওয়া। এসব হুমকিতে ভয় পাওয়া আমার জন্য সময়ের অপচয়,” যোগ করেন আম্মার।

রাবি রাকসু জিএসকে প্রকাশ্যে হত্যার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্টে উত্তেজনা