দৈনিক নিবার্তা

জীবননগরে সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক | চুয়াডাঙ্গা:  চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু সেনা হেফাজতে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন—এমন অভিযোগ উঠেছে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ দাবি করেন।পোস্টে বলা হয়, গতকাল ১২ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত একটি ওষুধের ফার্মেসি থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ এডি রেজিমেন্ট (টিটিসি আর্মি ক্যাম্প)–এর কয়েকজন সদস্য শামসুজ্জামান ডাবলুকে তুলে নিয়ে যান। অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনার কথা বলে তাকে প্রথমে জীবননগর উপজেলা বিএনপির পার্টি অফিসে নেওয়া হয়।অভিযোগে বলা হয়, সেখানে জিজ্ঞাসাবাদের সময় তাকে নির্দয়ভাবে নির্যাতন করা হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সেনাসদস্যরা তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জুলকারনাইন সায়ের তার পোস্টে উল্লেখ করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তিদের নির্যাতনে মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। তিনি যশোরের কেশবপুরে যুবদল কর্মী উজ্জ্বল বিশ্বাস, মিরপুরে ছাত্রদল নেতা আসিফ শিকদার এবং কুমিল্লায় শিপিং এজেন্ট কর্মী তৌহিদুর রহমান–এর মৃত্যুর ঘটনার উদাহরণ তুলে ধরেন।পোস্টে আরও বলা হয়, প্রতিটি ঘটনার পর সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে গতানুগতিক বিবৃতি বা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার করা হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা জনসম্মুখে আসেনি।ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রশ্ন তোলা হয়— এত কিছুর পরও যদি পরিবর্তন না আসে, তবে কি এভাবেই চলতে থাকবে?

জীবননগরে সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ, তদন্তের দাবি