সাভার প্রতিবেদক, আশুলিয়া | ২০ ডিসেম্বর ২০২৫ সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে মোট ৫০৮ লিটার দেশীয় চোলাই মদ।ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাইদুল ইসলাম-এর সরাসরি তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গত ২০ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ডিবি পুলিশের একটি চৌকস দল আশুলিয়ার বুড়িবাজার বাগানবাড়ি এলাকায় ঝটিকা অভিযান চালায়।অভিযানকালে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় সুখেন চাকমা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে। এসময় ডিবি উত্তরের এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্সের সাহসিকতা ও দক্ষতায় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ এই মাদক চালান।গ্রেপ্তারকৃত সুখেন চাকমা রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানার নবপেরাছড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম কালাঠেঙা এবং মাতার নাম নতুন শোভা চাকমা। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার বুড়িবাজার বাগানবাড়ি এলাকায় জনৈক আজিজের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।ডিবি পুলিশ সূত্রে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এমন কঠোর অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।