দৈনিক নিবার্তা

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জামায়াত প্রার্থীর ছেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেবহাটা, সাতক্ষীরা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের ছেলে হাসান আল বান্না দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।রবিবার ১১ জানুয়ারি সকাল ১১টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং রিপোর্টার্স ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মুকুল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে. এম. রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আবু হাসান, কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ, হারুন অর রশিদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।এ সময় হাসান আল বান্নার সঙ্গে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিভিন্ন ব্যবসায়ী ও জামায়াত নেতৃবৃন্দ—আব্দুল মোমিন, কবির হোসেন, সাগর হোসাইন ও আব্দুস সামাদ।মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে হাসান আল বান্না বলেন, “আমার পিতা মুহাদ্দিস আব্দুল খালেকের ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। তিনি একজন আদর্শ মাদ্রাসা শিক্ষক হিসেবে সারা জীবন অতিবাহিত করেছেন এবং তার অর্জিত সম্পদ ইসলাম ও জনগণের সেবায় ব্যয় করেছেন।”তিনি আরও বলেন, “জীবনের বাকি সময়টুকু তিনি সাধারণ মানুষ এবং অবহেলিত সাতক্ষীরার উন্নয়নে কাজ করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে আমার পিতাকে সহযোগিতা করার জন্য আমি সকল সাধারণ মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জামায়াত প্রার্থীর ছেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত