দৈনিক নিবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের গভীর শোক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অবদানের কথা স্মরণ

নিবার্তা ডেস্ক :  বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে চীন সরকার।এক শোকবার্তায় চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং মরহুমার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।শোকবার্তায় চীনের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক ও চীনের ঘনিষ্ঠ বন্ধু। তাঁর নেতৃত্বকালীন সময়ে চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি, যা দুই দেশের জনগণের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে এনেছে।চীনা পক্ষ থেকে আরও বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা চীন–বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বের বিকাশে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।এদিকে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসও পৃথক শোকবার্তায় মরহুমার আত্মার শান্তি কামনা করে তাঁর পরিবার ও শোকসন্তপ্ত জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।শোকবার্তার শেষাংশে চীন সরকারের পক্ষ থেকে বলা হয়, বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও অবদান ভবিষ্যতেও চীন–বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে পথ দেখাবে।

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের গভীর শোক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অবদানের কথা স্মরণ