দৈনিক নিবার্তা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল: ভারতকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

দুবাই প্রতিনিধি: চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতে নিয়েছে পাকিস্তান। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ফাইনালে ব্যাট ও বল—উভয় বিভাগেই আধিপত্য বিস্তার করে প্রথমবারের মতো এককভাবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো পাকিস্তানের যুবারা।​ম্যাচের সংক্ষিপ্ত স্কোর: ​পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৩৪৭/৮ (৫০ ওভার) ​ভারত অনূর্ধ্ব-১৯: ১৫৬ (২৬.২ ওভার) ​ফলাফল: পাকিস্তান ১৯১ রানে জয়ী। ​সামির মিনহাসের অতিমানবীয় ইনিংসটসে জিতে ভারতকে প্রথমে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তটি বুমেরাং হয়ে ফিরে আসে। পাকিস্তানের হয়ে সামির মিনহাস একাই ভারতের বোলিং লাইনআপ তছনছ করে দেন। ১১৩ বলে ১৭২ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি, যা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড। তার ইনিংসে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা। এছাড়া আহমেদ হোসেন ও উসমান খান গুরুত্বপূর্ণ অবদান রাখলে পাকিস্তান ৩৪৭ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায়।​ভারতের বোলারদের মধ্যে দীপেশ দেবেন্দ্রন ৩টি এবং হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল ২টি করে উইকেট শিকার করেন।​ভারতের ব্যাটিং বিপর্যয়৩৪৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। পাকিস্তানের পেসার আলী রাজার তোপের মুখে ভারতের টপ অর্ডার ভেঙে পড়ে। অধিনায়ক আয়ুষ মাত্রে (২) এবং বৈভব সূর্যবংশী (২৬) দ্রুত ফিরে গেলে ভারত আর ঘুরে দাঁড়াতে পারেনি। পাওয়ার প্লে-তেই ভারতের অর্ধেক ব্যাটিং লাইনআপ সাজঘরে ফেরে।​শেষদিকে দীপেশ দেবেন্দ্রন ৩৬ রানের একটি ইনিংস খেললেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায় ভারত। পাকিস্তানের আলী রাজা ৪২ রানে ৪টি উইকেট নিয়ে ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। আব্দুল সুবহান ও মোহাম্মদ সায়াম ২টি করে উইকেট নেন।​ইতিহাস গড়ল পাকিস্তান এর আগে ২০১২ সালে ভারতের সাথে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হলেও, এবারই প্রথম এককভাবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ট্রফি ঘরে তুলল পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও ফাইনালে তার মধুর প্রতিশোধ নিলো তারা।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল: ভারতকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান