দৈনিক নিবার্তা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে সোনাগাজীতে জামায়াত ও বিএনপির দুই নেতাকে জরিমানা

সোনাগাজী প্রতিনিধি |  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফেনীর সোনাগাজী উপজেলায় পৃথক অভিযানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুই নেতাকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল ফেসবুক পেজ সূত্রে জানা যায়, শনিবার ১০ জানুয়ারি ২০২৬ তারিখে এসব অভিযান পরিচালনা করা হয়।প্রথম অভিযানে অভিযোগের ভিত্তিতে বগাদানা ইউনিয়নের তাকিয়াবাজার এলাকায়, ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালানো হয়। এ সময় নির্বাচনী প্রচারণা পরিচালনা এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগাদানা ইউনিয়নের আমীর মো. আবদুল হাইকে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ২৭ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।দ্বিতীয় অভিযানে মতিগঞ্জ ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বিএনপির নেতা আমিন উদ্দিন দোলন-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা নির্বাচনী কার্যক্রমের ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এর ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।উক্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া।এ বিষয়ে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে সোনাগাজীতে জামায়াত ও বিএনপির দুই নেতাকে জরিমানা