দৈনিক নিবার্তা

দেবহাটায় কৃষকদল নেতার মাতার ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

দেবহাটা প্রতিনিধি | ৬ জানুয়ারি, ২০২৬: দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সখিপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক–এর মাতা মোছাঃ আলেয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) জোহরের নামাজের পর সখিপুর ইউনিয়নের চিনেডাঙ্গা জামে মসজিদ মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, আত্মীয়স্বজনসহ এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা মোছাঃ আলেয়া খাতুন জীবদ্দশায় একজন ধর্মপ্রাণ, সৎ ও পরহেজগার নারী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমার ইন্তেকালে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দেবহাটায় কৃষকদল নেতার মাতার ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন