দৈনিক নিবার্তা

শিবির নেতা সাদেক কায়েমের ‘মিথ্যা মামলার’ বিরুদ্ধে জিয়া সাইবার ফোর্সের তীব্র নিন্দা

সাভার প্রতিনিধি | সাভার (ঢাকা): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম স্বেচ্ছাসেবী অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্স তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের নেতা সাদেক কায়েম কর্তৃক দায়ের করা ‘ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।২ ডিসেম্বর ২০২৫ তারিখে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. রুহুল আমিন (আলামিন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সভাপতি কে.এম. হারুন অর রশিদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মার্চেন্ট মেরিন অফিসার মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম বলেন— “এই ঘৃণ্য ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেশের বাকস্বাধীনতার ওপর চরম আঘাত এবং ভিন্নমত দমনের নির্লজ্জ প্রচেষ্টা।”নেতৃবৃন্দ অভিযোগ করেন, শিবির নেতার এই পদক্ষেপের মাধ্যমে রাজনৈতিকভাবে বিএনপি সমর্থিত অনলাইন কর্মীদের হয়রানি করার একটি হীন ও সুপরিকল্পিত চক্রান্ত চালানো হচ্ছে।বিবৃতিতে কেন্দ্রীয় নেতৃত্ব অবিলম্বে ভিত্তিহীন ও মানহানিকর মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলা হয়— যদি মামলা প্রত্যাহার না করা হয়, তবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী বৃহত্তর প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হবে।

শিবির নেতা সাদেক কায়েমের ‘মিথ্যা মামলার’ বিরুদ্ধে জিয়া সাইবার ফোর্সের তীব্র নিন্দা