দৈনিক নিবার্তা

ফেনীতে তিন সন্তানসহ গৃহবধু নিখোঁজ, থানায় জিডি

সোনাগাজী, ফেনী:  ফেনীতে দুই কন্যা ও এক ছেলেসহ তানজিনা আক্তার (২৬) নামে এক গৃহবধু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৮ জানুয়ারি ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্বামী বেলায়েত হোসেন।জিডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে তানজিনা আক্তার তার তিন সন্তানকে সঙ্গে নিয়ে ফেনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর সকাল ১১টার পর থেকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।নিখোঁজ গৃহবধুর স্বামী বেলায়েত হোসেন বলেন, “আমার স্ত্রী তানজিনা আক্তার (২৬), ছেলে মো. তাহসান হোসেন (১০), মেয়ে সাবিহা বিনতে বেলায়েত (৬) ও ফাবিহা বিনতে বেলায়েত (২) স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। আত্মীয়স্বজনের বাসা ও স্কুলে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।”জানা গেছে, বেলায়েত হোসেন সোনাগাজী উপজেলার গোবিন্দপুর (নবাবপুর) গ্রামের ইসমাইল কেরানী চেয়ারম্যান বাড়ির বাসিন্দা আমিনুল হকের ছেলে। তিনি প্রায় ১২ বছর আগে সদর উপজেলার ফরহাদ নগর এলাকার নুরুল আফছারের মেয়ে তানজিনা আক্তারকে বিয়ে করেন।এ ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা জিডির নম্বর ৬৭২।জিডির বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজীম বলেন, “নিখোঁজের ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় যাচাই-বাছাই চলছে এবং তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে।”

ফেনীতে তিন সন্তানসহ গৃহবধু নিখোঁজ, থানায় জিডি