সাভারে বিএনপির শীতবস্ত্র বিতরণ, প্রধান অতিথি লায়ন খোরশেদ আলম
সাভার-আশুলিয়া প্রতিনিধি | সাভার | ১৫ জানুয়ারি ২০২৬:
সাভারের রাজাশন প্রাইমারি স্কুল মাঠে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
তীব্র শীতের মধ্যে কষ্টে থাকা স্থানীয় কয়েকশ পরিবারের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মো. খোরশেদ আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। সাভারের জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং একটি মাদকমুক্ত, আধুনিক পৌরসভা গড়াই আমাদের লক্ষ্য। জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে থাকবে।”
সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—
মো. এডভোকেট মেহেদী হাসান মাসুদ (আহবায়ক, সাভার পৌর স্বেচ্ছাসেবক দল),
দেলোয়ার হোসেন মাদবর (সিনিয়র যুগ্ম আহবায়ক, সাভার পৌর স্বেচ্ছাসেবক দল),
রাশেদুজ্জামান বাচ্চু (৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী),
ইউনুস খান (৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী),
ইয়ার রহমান উজ্জ্বল (২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী),
মোশাররফ হোসেন মোল্লা (৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী),
হযরত আলী (পাথালিয়া ইউনিয়ন বিএনপি),
মো. খান মজলিস বাবু (সাবেক ছাত্রনেতা ও সাভার পৌর বিএনপি নেতা),
আতিক রাজু (সাভার সরকারি কলেজ ছাত্রদল)।
বক্তারা বলেন, শীতের এই দুঃসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও রাজনৈতিক কর্মীদের নৈতিক দায়িত্ব। বিএনপির এ ধরনের মানবিক কর্মসূচি সাভারের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলেও তারা জানান।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।