সাভারে হাফেজদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত প্রধান অতিথি বিএনপি নেতা ।
সাভার-আশুলিয়া প্রতিবেদক: সাভারের সিআরপি এলাকায় আমেনা বেগম মডেল মাদরাসার উদ্যোগে প্রথমবারের মতো বার্ষিক ওয়াজ মাহফিল ও কৃতি হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) সিআরপি মা মনি প্রোপার্টিজ সংলগ্ন মাঠে আয়োজিত এ ধর্মীয় মাহফিলটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।আমেনা বেগম মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. গোলাম মোস্তফা।মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন আল্লামা ইয়াহইয়া মাহমুদ (দা. বা.), মুহতামিম ও পাইখুল হাদীস, দারুল উলুম, রামপুরা, বনশ্রী, ঢাকা। তিনি দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও কোরআনভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মো. রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি, সাভার পৌর বিএনপি;
জনাব মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি, সাভার থানা বিএনপি;
অ্যাডভোকেট মেহেদি হাসান মাসুম, আহ্বায়ক, সাভার পৌর স্বেচ্ছাসেবক দল, ঢাকা;
জনাব মো. আ. রশিদ পাঠান, সম্মানিত উপদেষ্টা, আমেনা বেগম মডেল মাদরাসা;
জনাব মো. জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সাভার;
জনাব মো. শফিকুল ইসলাম শফিক, ব্যবসায়ী ও সমাজসেবক, সাভার, ঢাকা।বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মাদ আলী পাঠান-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মাহফিলে কৃতি হাফেজদের সম্মানসূচক পাগড়ি প্রদান করা হয়। তিনি সাবেক সাংগঠনিক সম্পাদক (৭নং ওয়ার্ড বিএনপি) এবং সভাপতি, ব্যবসায়ী সমিতি, সিআরপি রোড, সাভার, ঢাকা।মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।