বিশিষ্ট শিল্পপতি আব্দুর রশিদ ভূঁইয়ার ইন্তেকালে শোকের ছায়া
নোয়াখালী জেলা প্রতিনিধি:
এক পৃথিবী শোক আর কান্না রেখে না–ফেরার দেশে চলে গেলেন দেশের বিশিষ্ট শিল্পপতি, রশিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার ও ঢাকা হাইড অ্যান্ড স্কিনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রশিদ ভূঁইয়া। একইসঙ্গে তিনি ছিলেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার সুজ ও ফুটওয়ার এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নোয়াখালীর সেনবাগের তেমুহনী আব্দুর রশিদ ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এর কিছুক্ষণ আগে সাভারের হেমায়েতপুর চামড়া শিল্পনগর এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলে যোগ দেওয়ার উদ্দেশ্যে সেখানে পৌঁছালে তিনি হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন। দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ডিউটি ইনচার্জ মো. ইউসুফ জানান, “সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয়, কিন্তু আগেই তিনি মৃত্যুবরণ করেন।”অপ্রত্যাশিত এই বিদায়ে পরিবার-পরিজন, ব্যবসায়ী সমাজ, শিক্ষা অঙ্গন, রাজনৈতিক মহল এবং পরিচিতজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।মরহুমের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পরিবার নিয়ে রাজধানীর ধানমন্ডিতে বসবাস করতেন তিনি।
তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির শ্বশুর।বুধবার সকাল সাড়ে ১০টায় হাজারীবাগ লেদার কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাবিলপুর মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক ভুঁইয়া কবরস্থানে দাফন করা হয়।