দৈনিক নিবার্তা

সাভারে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় যুব সমাজের শোক সভা ও দোয়া মাহফিল।

সাভার / আশুলিয়া প্রতিনিধি | ৩ জানুয়ারি ২০২৬:  সাভারের জামসিং সোলাইমান মার্কেট যুব সমাজের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) মাগরিবের নামাজের পর স্থানীয় সোলাইমান মার্কেট সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র পদপ্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, ত্যাগ ও দেশের উন্নয়নে তাঁর সাহসী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরকাল স্মরণ করবে।” শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন ব্যাপারী এবং ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, সাভার পৌর যুবদল নেতা রাকিব হোসেন, যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে উপস্থিত বিপুল সংখ্যক যুবসমাজ ও এলাকাবাসী পরম করুণাময়ের দরবারে মরহুমার জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া করেন।

সাভারে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় যুব সমাজের শোক সভা ও দোয়া মাহফিল।