ইস্তাম্বুলসহ বিভিন্ন প্রদেশে আইএসবিরোধী বড় অভিযান, আটক প্রায় ৫০০
আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক নিবার্তা: তুরস্কের ইস্তাম্বুলসহ দেশের বিভিন্ন প্রদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস/আইএসআইএস)–এর বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে আইএস সংশ্লিষ্ট নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত ৫০০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।তুরস্কের নিরাপত্তা সূত্র জানায়, অবৈধ কর্মকাণ্ড, চরমপন্থী প্রচারণা, নতুন সদস্য সংগ্রহ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি ইস্তাম্বুল ছাড়াও একাধিক প্রদেশে একযোগে পরিচালিত হয়।রাষ্ট্রীয় কৌঁসুলির দপ্তর জানিয়েছে, আইএসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে এ পর্যন্ত মোট প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিকও রয়েছেন। তদন্তে উঠে এসেছে, অভিযুক্তদের একটি অংশ বিভিন্ন মসজিদ ও জনবহুল এলাকায় জাকাত, ফিতরা ও দান-খয়রাত সংগ্রহের নামে অর্থ তুলে তা সন্ত্রাসী সংগঠনের কাছে পাঠাতো।তুর্কি কর্তৃপক্ষ বলছে, দেশটির জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। আইএসসহ সব ধরনের চরমপন্থী সংগঠনের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।