ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও গাড়ি পোড়ানোয় অর্থ যোগানদাতা আ.লীগ নেতা বদরুল গ্রেফতার।
সাভার থানা প্রতিবেদক | দৈনিক নিবার্তা একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য বদরুল আলম সরদারকে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৪। তিনি চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতারের পর র্যাব সাভার মডেল থানায় হস্তান্তর করে। শুক্রবার দুপুরে বদরুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।বিএনপি নেতার বাড়িতে আত্মগোপন—রাজনৈতিক অঙ্গনে তোলপাড়র্যাব ও স্থানীয় সূত্র জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঘটনার পর থেকেই বদরুল আলম রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে তিনি সাভারের তেঁতুলঝোড়া এলাকায় ঢাকা জেলা যুবদল নেতা ও চেয়ারম্যান প্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াছিন সরকার শাওনের বাড়িতে আশ্রয় নেন।শাওন সরকার সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারের ভাতিজা।
একজন আওয়ামী লীগ নেতা দীর্ঘদিন ধরে বিএনপি নেতার আত্মীয়ের বাসায় লুকিয়ে থাকার ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে।গাড়ি পোড়ানোয় অর্থ যোগানের অভিযোগগ্রেফতার হওয়া বদরুল আলমের বিরুদ্ধে নতুন গুরুতর অভিযোগও সামনে এসেছে।
সাম্প্রতিক সময়ে “ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অনলাইনে ডাকা শাটডাউন” চলাকালে সাভারের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অর্থায়ন করেছিলেন—এমন তথ্য পাওয়া গেছে বলে জানায় নিরাপত্তা সংস্থার একাধিক সূত্র।তদন্তকারী সংস্থা মনে করছে, সাভারে সংঘটিত কয়েকটি নাশকতার ঘটনার সঙ্গে তার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা থাকতে পারে। এই অভিযোগের সত্যতা যাচাইয়েই সাভার মডেল থানা পুলিশ তাকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।