দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। পাশাপাশি পৃথক আরেকটি অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় পল্লী বিদ্যুতের দেবহাটা সাব-জোনাল অফিসের ইনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মাহফুজা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি নম্বর-০৮, তারিখ-১৭ জানুয়ারি ২০২৬ ইং।
সূত্র জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেলে দেবহাটা থানার নওয়াপাড়া ইউনিয়নের কামিনিবসু গ্রাম এলাকা থেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের শহিদুল সরদারের দুই ছেলে—রবিউল ইসলাম (২৮) ও রওনকুল ইসলাম (২৪)-কে আটক করা হয়।
এ সময় আটককৃতদের কাছ থেকে একটি আবাসিক ১০ কেভিএ ট্রান্সফরমারের প্রায় ৫০ কেজি তামার কয়েল, চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, লোহার রড ও সেফটি বেল্ট উদ্ধার করা হয়।
এদিকে, একই দিন রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রাম এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি দক্ষিণ পারুলিয়া গ্রামের সানাউল্লাহ গাজীর ছেলে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামিকে ১৮ জানুয়ারি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬
দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। পাশাপাশি পৃথক আরেকটি অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় পল্লী বিদ্যুতের দেবহাটা সাব-জোনাল অফিসের ইনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মাহফুজা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি নম্বর-০৮, তারিখ-১৭ জানুয়ারি ২০২৬ ইং।
সূত্র জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেলে দেবহাটা থানার নওয়াপাড়া ইউনিয়নের কামিনিবসু গ্রাম এলাকা থেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের শহিদুল সরদারের দুই ছেলে—রবিউল ইসলাম (২৮) ও রওনকুল ইসলাম (২৪)-কে আটক করা হয়।
এ সময় আটককৃতদের কাছ থেকে একটি আবাসিক ১০ কেভিএ ট্রান্সফরমারের প্রায় ৫০ কেজি তামার কয়েল, চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, লোহার রড ও সেফটি বেল্ট উদ্ধার করা হয়।
এদিকে, একই দিন রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রাম এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি দক্ষিণ পারুলিয়া গ্রামের সানাউল্লাহ গাজীর ছেলে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামিকে ১৮ জানুয়ারি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন