কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা এস এম জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“বর্তমানে বিএনপি সাইবার অপরাধ ও অনলাইন অপপ্রচারের নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে জিয়া সাইবার ফোর্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কমিটি গঠন করলেই দায়িত্ব শেষ নয়, অনলাইন অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করে দলবিরোধী অপপ্রচার রুখে দিতে হবে এবং বিএনপির ইতিবাচক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কে এম হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া রাজিবুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলফাজ দেওয়ান।
এছাড়া অনুষ্ঠানে সংগঠনের প্রচার সম্পাদক সাজ্জাদুল আলম পলাশ, সহ-দপ্তর সম্পাদক মো. আরিফ হোসেন খোকনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এই কমিটি অনলাইন প্ল্যাটফর্মে বিএনপির পক্ষে জনমত গঠন, তথ্যভিত্তিক প্রচারণা এবং প্রতিপক্ষের অপপ্রচার মোকাবিলায় সংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক রাসেদুল হাসান সুমনের হাতে অনুমোদিত কমিটির কপি তুলে দেন।
বিষয় : জিয়া সাইবার ফোর্স বিএনপি কমিটি অনুমোদন

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬
কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা এস এম জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“বর্তমানে বিএনপি সাইবার অপরাধ ও অনলাইন অপপ্রচারের নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে জিয়া সাইবার ফোর্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কমিটি গঠন করলেই দায়িত্ব শেষ নয়, অনলাইন অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করে দলবিরোধী অপপ্রচার রুখে দিতে হবে এবং বিএনপির ইতিবাচক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কে এম হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া রাজিবুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলফাজ দেওয়ান।
এছাড়া অনুষ্ঠানে সংগঠনের প্রচার সম্পাদক সাজ্জাদুল আলম পলাশ, সহ-দপ্তর সম্পাদক মো. আরিফ হোসেন খোকনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এই কমিটি অনলাইন প্ল্যাটফর্মে বিএনপির পক্ষে জনমত গঠন, তথ্যভিত্তিক প্রচারণা এবং প্রতিপক্ষের অপপ্রচার মোকাবিলায় সংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক রাসেদুল হাসান সুমনের হাতে অনুমোদিত কমিটির কপি তুলে দেন।

আপনার মতামত লিখুন