দৈনিক নিবার্তা

স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যা: বীথিকা বিনতে হোসাইনের নিন্দা ও ক্ষোভ প্রকাশ


প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যা: বীথিকা বিনতে হোসাইনের নিন্দা ও ক্ষোভ প্রকাশ
ইনসেটে- নিহত মুসাব্বিরের লাশ



নিজস্ব প্রতিনিধি | ৮ জানুয়ারি, ২০২৬: 

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন স্বেচ্ছাসেবক দলের প্রয়াত নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী ও ‘অর্পণ আলোক সংঘ’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বীথিকা বিনতে হোসাইন

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং অপরাধীদের বিচার দাবি করেন।

ফেসবুক স্ট্যাটাসে বীথিকা বিনতে হোসাইন লেখেন,

“যখন রাজপথ থেকে সবাই পালিয়ে গিয়েছে, এই বিপ্লবী, সংগ্রামী মোসাব্বির তখন রাজপথে ছিলো বুক ভরা সাহস নিয়ে। আজ সেই মোসাব্বির চির নিদ্রায় শায়িত হয়ে আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।”

তিনি আরও লেখেন,

“বিপ্লবীদের হত্যার বিচার না হলে, বিপ্লবীদের মূল্যায়ন না হলে আর কেউ সাহস নিয়ে সামনে দাঁড়াবে না। কিন্তু কে এই অপারেশন চালাচ্ছে? এক এক করে দক্ষ সাংগঠনিক নেতাদের প্রকাশ্যে গুপ্তঘাতক দল গুলি করে হত্যা করেই চলেছে… আমাদের নিরাপত্তা কোথায়?”

স্ট্যাটাসের শেষাংশে তিনি নিহত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বলেন,

“সর্বশেষ মহান আল্লাহ আমার এই ভাইটিকে ক্ষমা করুন। জান্নাতবাসী করুন।”

উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে বাসায় ফেরার সময় রাজধানীর কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের একটি গলিতে দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে। ঘটনার পরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একের পর এক বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের দক্ষ ও সাহসী নেতাদের হত্যাকাণ্ডে সাধারণ নেতাকর্মীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।



বিষয় : বিএনপি হত্যাকাণ্ড স্বেচ্ছাসেবক দল নিন্দা ও ক্ষোভ প্রকাশ বীথিকা বিনতে হোসাইন

আপনার মতামত লিখুন

দৈনিক নিবার্তা

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬


স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যা: বীথিকা বিনতে হোসাইনের নিন্দা ও ক্ষোভ প্রকাশ

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image



নিজস্ব প্রতিনিধি | ৮ জানুয়ারি, ২০২৬: 

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন স্বেচ্ছাসেবক দলের প্রয়াত নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী ও ‘অর্পণ আলোক সংঘ’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বীথিকা বিনতে হোসাইন

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং অপরাধীদের বিচার দাবি করেন।

ফেসবুক স্ট্যাটাসে বীথিকা বিনতে হোসাইন লেখেন,

“যখন রাজপথ থেকে সবাই পালিয়ে গিয়েছে, এই বিপ্লবী, সংগ্রামী মোসাব্বির তখন রাজপথে ছিলো বুক ভরা সাহস নিয়ে। আজ সেই মোসাব্বির চির নিদ্রায় শায়িত হয়ে আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।”

তিনি আরও লেখেন,

“বিপ্লবীদের হত্যার বিচার না হলে, বিপ্লবীদের মূল্যায়ন না হলে আর কেউ সাহস নিয়ে সামনে দাঁড়াবে না। কিন্তু কে এই অপারেশন চালাচ্ছে? এক এক করে দক্ষ সাংগঠনিক নেতাদের প্রকাশ্যে গুপ্তঘাতক দল গুলি করে হত্যা করেই চলেছে… আমাদের নিরাপত্তা কোথায়?”

স্ট্যাটাসের শেষাংশে তিনি নিহত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বলেন,

“সর্বশেষ মহান আল্লাহ আমার এই ভাইটিকে ক্ষমা করুন। জান্নাতবাসী করুন।”

উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে বাসায় ফেরার সময় রাজধানীর কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের একটি গলিতে দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে। ঘটনার পরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একের পর এক বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের দক্ষ ও সাহসী নেতাদের হত্যাকাণ্ডে সাধারণ নেতাকর্মীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।




দৈনিক নিবার্তা

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান
দৈনিক নিবার্তা- সংবাদ প্রকাশে আপোষহীন
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত