সাভার/আশুলিয়া প্রতিনিধি |
সাভারের বিরুলিয়ায় অবস্থিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সিটি ইউনিভার্সিটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে পাঁচজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। একই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোট সাতজন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি (শনিবার) দিবাগত রাতে সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের ভেতরে একদল শিক্ষার্থী কেক কেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পরও এমন কার্যক্রমের ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার পরদিন ৪ জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে ৫ জানুয়ারি দুপুরে বিরুলিয়ার খাগান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শিক্ষার্থীরা হলেন—
তানভীর আহমেদ (সিএসই বিভাগ),
পার্থ হালদার (সিএসই বিভাগ),
অমিত বিশ্বাস (আইন বিভাগ),
নাঈম ইসলাম (কৃষি বিভাগ) এবং
আব্দুর রহমান (শিক্ষার্থী)।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার অভিযোগে তদন্ত সাপেক্ষে মোট সাতজন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে শিক্ষার্থীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬
সাভার/আশুলিয়া প্রতিনিধি |
সাভারের বিরুলিয়ায় অবস্থিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সিটি ইউনিভার্সিটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে পাঁচজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। একই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোট সাতজন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি (শনিবার) দিবাগত রাতে সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের ভেতরে একদল শিক্ষার্থী কেক কেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পরও এমন কার্যক্রমের ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার পরদিন ৪ জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে ৫ জানুয়ারি দুপুরে বিরুলিয়ার খাগান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শিক্ষার্থীরা হলেন—
তানভীর আহমেদ (সিএসই বিভাগ),
পার্থ হালদার (সিএসই বিভাগ),
অমিত বিশ্বাস (আইন বিভাগ),
নাঈম ইসলাম (কৃষি বিভাগ) এবং
আব্দুর রহমান (শিক্ষার্থী)।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার অভিযোগে তদন্ত সাপেক্ষে মোট সাতজন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে শিক্ষার্থীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন