দৈনিক নিবার্তা

দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩ দিন ব্যাপি বই মেলার উদ্বোধন।



দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩ দিন ব্যাপি বই মেলার উদ্বোধন।
বক্তব্য রাখছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা



দেবহাটা প্রতিনিধি: 

দেবহাটায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশন–এর উদ্যোগে তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার পারুলিয়া বালিকা বিদ্যালয় চত্বরে এ বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা।

প্রতিবছরের ন্যায় এ বছরও ফেয়ার মিশনের আয়োজনে এ বই মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মিলন সাহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার এবং দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে. এম. রেজাউল করিম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেয়ার মিশনের সভাপতি জসীমউদ্দিন মিথুন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস. এম. মজনুর রহমানসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ইউএনও মিলন সাহা বলেন, “বই মানুষকে জ্ঞান দান করে। যত বেশি বই পড়া যাবে, তত বেশি জ্ঞান অর্জন করা সম্ভব। তাই সবাইকে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানাই।”

বই মেলায় মোট ১৫টি স্টল স্থান পেয়েছে। আগামী ২৭ ডিসেম্বর শনিবার এ বই মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।



বিষয় : দেবহাটা ফেয়ার মিশন বইমেলা সাহিত্য সংস্কৃতি

আপনার মতামত লিখুন

দৈনিক নিবার্তা

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬


দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩ দিন ব্যাপি বই মেলার উদ্বোধন।

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image



দেবহাটা প্রতিনিধি: 

দেবহাটায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশন–এর উদ্যোগে তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার পারুলিয়া বালিকা বিদ্যালয় চত্বরে এ বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা।

প্রতিবছরের ন্যায় এ বছরও ফেয়ার মিশনের আয়োজনে এ বই মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মিলন সাহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার এবং দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে. এম. রেজাউল করিম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেয়ার মিশনের সভাপতি জসীমউদ্দিন মিথুন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস. এম. মজনুর রহমানসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ইউএনও মিলন সাহা বলেন, “বই মানুষকে জ্ঞান দান করে। যত বেশি বই পড়া যাবে, তত বেশি জ্ঞান অর্জন করা সম্ভব। তাই সবাইকে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানাই।”

বই মেলায় মোট ১৫টি স্টল স্থান পেয়েছে। আগামী ২৭ ডিসেম্বর শনিবার এ বই মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।




দৈনিক নিবার্তা

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান
দৈনিক নিবার্তা- সংবাদ প্রকাশে আপোষহীন
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত