সাভার (ঢাকা) প্রতিনিধি:
সাভার উপজেলা সেটলমেন্ট অফিসের অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা এবং পরবর্তীতে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা।
রোববার (২১ ডিসেম্বর) সকালে সাভার মডেল থানার প্রধান ফটকের সামনে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। একটি সরকারি দপ্তরে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়া এবং পরবর্তীতে সেই ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা দেওয়া অত্যন্ত ন্যক্কারজনক। বক্তাদের মতে, সেটলমেন্ট অফিসের দুর্নীতি ধামাচাপা দেওয়া এবং সত্য প্রকাশকে বাধাগ্রস্ত করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে।
সমাবেশে সাংবাদিক নেতারা তাদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন। তারা বলেন, যেখানে সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার কথা, সেখানে উল্টো তাদের হয়রানি করা হচ্ছে। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এদিনের প্রতিবাদ কর্মসূচিতে সাভার, আশুলিয়া ও ধামরাই প্রেসক্লাব, সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধন শেষে সাংবাদিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাভার মডেল থানার সামনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাংবাদিকরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫
সাভার (ঢাকা) প্রতিনিধি:
সাভার উপজেলা সেটলমেন্ট অফিসের অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা এবং পরবর্তীতে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা।
রোববার (২১ ডিসেম্বর) সকালে সাভার মডেল থানার প্রধান ফটকের সামনে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। একটি সরকারি দপ্তরে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়া এবং পরবর্তীতে সেই ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা দেওয়া অত্যন্ত ন্যক্কারজনক। বক্তাদের মতে, সেটলমেন্ট অফিসের দুর্নীতি ধামাচাপা দেওয়া এবং সত্য প্রকাশকে বাধাগ্রস্ত করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে।
সমাবেশে সাংবাদিক নেতারা তাদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন। তারা বলেন, যেখানে সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার কথা, সেখানে উল্টো তাদের হয়রানি করা হচ্ছে। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এদিনের প্রতিবাদ কর্মসূচিতে সাভার, আশুলিয়া ও ধামরাই প্রেসক্লাব, সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধন শেষে সাংবাদিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাভার মডেল থানার সামনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাংবাদিকরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

আপনার মতামত লিখুন