সাভার প্রতিনিধি:
সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে তথ্য সংগ্রহের সময় দেশটিভির সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা এবং পেশাগত কাজে ব্যবহৃত ক্যামেরা ছিনতাইয়ের অপচেষ্টা চালিয়েছে একদল ভূমি সন্ত্রাসী ও অসাধু কর্মচারী। গত সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী দেশটিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমন জানান, সেটেলমেন্ট অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহের জন্য তারা সেখানে যান। তথ্য সংগ্রহের এক পর্যায়ে অফিসের পেশকার সাইফুল ও পেশকার শফিকের নেতৃত্বে একদল বহিরাগত এবং অসাধু কর্মচারী সংঘবদ্ধ হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়। এসময় তারা সাংবাদিকদের গালিগালাজ করে এবং একটি উগ্র ‘মব’ তৈরি করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ—সেটেলমেন্ট অফিসের ভেতরের দুর্নীতি আড়াল করতেই পরিকল্পিতভাবে এই হামলা ও বাধা দেওয়া হয়েছে। ভূমি সিন্ডিকেটের মদদে পেশকার সাইফুল ও শফিক এই বিশৃঙ্খলা সৃষ্টি করেন, যাতে সত্য অনুসন্ধানের পথ রুদ্ধ করা যায়।
গণমাধ্যম কর্মীদের ওপর এমন বর্বরোচিত আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। তারা বলছেন—
তারা অবিলম্বে অভিযুক্ত সাইফুল-শফিকসহ জড়িত ভূমি সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত পেশকারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
সাভারের সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন—সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তথ্য অধিকার সমুন্নত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।
বিষয় : সাভার অপরাধ দুর্নীতি সাংবাদিক হেনস্থা

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫
সাভার প্রতিনিধি:
সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে তথ্য সংগ্রহের সময় দেশটিভির সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা এবং পেশাগত কাজে ব্যবহৃত ক্যামেরা ছিনতাইয়ের অপচেষ্টা চালিয়েছে একদল ভূমি সন্ত্রাসী ও অসাধু কর্মচারী। গত সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী দেশটিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমন জানান, সেটেলমেন্ট অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহের জন্য তারা সেখানে যান। তথ্য সংগ্রহের এক পর্যায়ে অফিসের পেশকার সাইফুল ও পেশকার শফিকের নেতৃত্বে একদল বহিরাগত এবং অসাধু কর্মচারী সংঘবদ্ধ হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়। এসময় তারা সাংবাদিকদের গালিগালাজ করে এবং একটি উগ্র ‘মব’ তৈরি করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ—সেটেলমেন্ট অফিসের ভেতরের দুর্নীতি আড়াল করতেই পরিকল্পিতভাবে এই হামলা ও বাধা দেওয়া হয়েছে। ভূমি সিন্ডিকেটের মদদে পেশকার সাইফুল ও শফিক এই বিশৃঙ্খলা সৃষ্টি করেন, যাতে সত্য অনুসন্ধানের পথ রুদ্ধ করা যায়।
গণমাধ্যম কর্মীদের ওপর এমন বর্বরোচিত আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। তারা বলছেন—
তারা অবিলম্বে অভিযুক্ত সাইফুল-শফিকসহ জড়িত ভূমি সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত পেশকারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
সাভারের সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন—সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তথ্য অধিকার সমুন্নত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

আপনার মতামত লিখুন