দৈনিক নিবার্তা

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন


প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
বামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ডানে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।




নিবার্তা ডেস্ক:
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁকে স্মরণ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সকালে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

স্ট্যাটাসে তারেক রহমান উল্লেখ করেন, সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও আধিপত্যবিরোধী আন্দোলনে মওলানা ভাসানী ছিলেন অগ্রণী ভূমিকায়। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত মানুষের ন্যায়সংগ্রামে তাঁর আপোষহীন নেতৃত্ব জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

তিনি আরও বলেন, কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার আদায়ের প্রশ্নে ভাসানী ছিলেন এক দৃপ্ত কণ্ঠ। অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে তাঁর হুংকার শাসকগোষ্ঠীর ক্ষমতার ভিত্তি কাঁপিয়ে দিতো। দেশের সংকটময় সময়ে জনস্বার্থে তাঁর অবস্থান জনগণের আস্থা অর্জনে সহায়ক হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান স্ট্যাটাসে লিখেছেন, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে মওলানা ভাসানীর আদর্শ আজও প্রেরণাদায়ক। তাঁর দেশপ্রেম ও ন্যায়ের পক্ষে অবস্থান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

বার্তার শেষে তিনি লিখেন, “তাঁর আদর্শ অনুসরণ করতে পারলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”



বিষয় : নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশ, গণতন্ত্র বিএনপি, তারেক রহমান

আপনার মতামত লিখুন

দৈনিক নিবার্তা

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

featured Image




নিবার্তা ডেস্ক:
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁকে স্মরণ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সকালে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

স্ট্যাটাসে তারেক রহমান উল্লেখ করেন, সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও আধিপত্যবিরোধী আন্দোলনে মওলানা ভাসানী ছিলেন অগ্রণী ভূমিকায়। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত মানুষের ন্যায়সংগ্রামে তাঁর আপোষহীন নেতৃত্ব জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

তিনি আরও বলেন, কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার আদায়ের প্রশ্নে ভাসানী ছিলেন এক দৃপ্ত কণ্ঠ। অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে তাঁর হুংকার শাসকগোষ্ঠীর ক্ষমতার ভিত্তি কাঁপিয়ে দিতো। দেশের সংকটময় সময়ে জনস্বার্থে তাঁর অবস্থান জনগণের আস্থা অর্জনে সহায়ক হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান স্ট্যাটাসে লিখেছেন, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে মওলানা ভাসানীর আদর্শ আজও প্রেরণাদায়ক। তাঁর দেশপ্রেম ও ন্যায়ের পক্ষে অবস্থান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

বার্তার শেষে তিনি লিখেন, “তাঁর আদর্শ অনুসরণ করতে পারলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”




দৈনিক নিবার্তা

সংবাদ পরিবেশনার আধুনিক সমাধান
দৈনিক নিবার্তা- সংবাদ প্রকাশে আপোষহীন
কপিরাইট © ২০২৫ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত