তারিখ: ১০ ডিসেম্বর ২০২৫ ১. ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন—দেশে নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত না হলে নির্বাচন সম্ভব নয়।২. থাইল্যান্ড–কম্বোডিয়া সংঘর্ষ টানা তৃতীয় দিনের মতো দুই দেশের সীমান্তে তীব্র যুদ্ধ চলছে। ইতোমধ্যে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংঘাত থামাতে আবারও মধ্যস্থতায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।৩. সিরিয়া–তুরস্ক–ইসরাইল উত্তেজনা সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে তুরস্কের স্বার্থকে ক্ষতি করার অভিযোগ তুলেছে ইসরাইল। পরিস্থিতি ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে।৪. যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া মার্কিন ভিসার জন্য আবেদনকারীদের গত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জমা দেওয়ার প্রয়োজনীয়তা থাকতে পারে—এমন ইঙ্গিত মিলেছে মার্কিন প্রশাসনের আলোচনায়।৫. মার্কিন–তুরস্ক প্রতিরক্ষা আলোচনা F-35 যুদ্ধবিমান নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে শর্ত—তুরস্ককে রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা পরিত্যাগ করতে হবে।৬. রুয়ান্ডা–কঙ্গো সংঘাত ট্রাম্পের মধ্যস্থতায় করা শান্তিচুক্তির মাত্র তিনদিন পরই পুনরায় রুয়ান্ডা ও কঙ্গোর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।৭. ভারত ভারতে ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিশ্ববাণিজ্য জায়ান্ট অ্যামাজন। ভারতের প্রযুক্তি ও ই-কমার্স খাতে নতুন গতি আসবে বলে ধারণা বিশ্লেষকদের।৮. যুক্তরাষ্ট্র–আইসিসি সম্পর্ক ট্রাম্প ও ইসরাইল ইস্যুতে তদন্ত বন্ধ না করলে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)-কে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।