দৈনিক নিবার্তা

জন দুর্ভোগ

আশুলিয়ায় চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাট

সাভার আশুলিয়া, প্রতিবেদক | ঢাকা: ঢাকার অদূরে আশুলিয়া রুটে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাটের ঘটনায় বাসটির চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে বাসটি শনাক্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের একটি কলেজের ওই ছাত্রী রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে ‘সাভার পরিবহন’-এর একটি বাসে ওঠেন। বাসটিতে তখন মাত্র দুইজন যাত্রী ছিলেন। তারা নির্ধারিত গন্তব্যে নেমে গেলে বাসটি প্রায় নির্জন হয়ে পড়ে।এই সুযোগে বাসের চালক ও হেলপারসহ অভিযুক্তরা কলেজছাত্রীকে জোরপূর্বক আটকে রাখে। প্রথমে তার কাছে থাকা স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে বাসটি বিভিন্ন সড়কে ঘুরিয়ে রাতভর পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়।এ ঘটনায় আরও ভয়াবহ অভিযোগ উঠে এসেছে—অভিযুক্তরা ওই পাশবিক ঘটনার ভিডিও ধারণ করে রাখে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।ঘটনার পর ভুক্তভোগীর দেওয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযানে নামে। আজ দুপুরে টাঙ্গাইলের করটিয়া এলাকায় বাসটি শনাক্ত করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।ভুক্তভোগী কলেজছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, লুণ্ঠন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে বাসের ভেতরে থাকা আলামত এবং ধারণকৃত ভিডিও উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আশুলিয়ায় চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাট