দৈনিক নিবার্তা

খেলা

দেবহাটায় চাইনিজ ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন মেনন সেভেন্স

দেবহাটা প্রতিনিধি।। সাতক্ষীরা উপজেলার দেবহাটার বহেরায় প্রতিবছরের ন্যায় বহেরা যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ দলীয় চাইনিজ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয় দেবহাটার ঐতিহ্যবাহী বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।এবারের টুর্নামেন্টে মেনন সেভেন্স দল অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচে তারা ফারুক সেভেন্সকে ৫ উইকেটে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন বিএনপি শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলুসহ কুলিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।খেলাটি কুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরিচালনা কমিটিতে ছিলেন শাহরিয়ার সজীব, সৌমিক, মুশফিকুর মেননসহ আরও অনেকে।খেলার সঞ্চালনা ও ধারাভাষ্যে দায়িত্ব পালন করেন রিয়াজুল ইসলাম বাবু, আব্দুর রশিদ ও আতাউর রহমান।

দেবহাটায় চাইনিজ ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন মেনন সেভেন্স