সোনাগাজী প্রতিনিধি | দৈনিক নিবার্তা: সোনাগাজী উপজেলার আহম্মদপুর ইউনিয়নের বাতানিয়া বাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা, বিশিষ্ট আলেমে দ্বীন ও শিক্ষাবিদ মাওলানা মাহমুদুল হক (রহ.) ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)মরহুম মাওলানা মাহমুদুল হক চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান শান্তির হাট আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সাতবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম হিসেবে আজীবন দ্বীনি খেদমতে নিয়োজিত ছিলেন।তিনি সোনাগাজী উপজেলার দৈনিক যুগান্তর প্রতিনিধি ও সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহিমের পিতা। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শিক্ষার্থী, সহকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। এলাকায় তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের ইন্তেকালে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন—আমিন।