প্রিন্ট এর তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমানা
||
নিজস্ব প্রতিবেদক নিবার্তা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব তারেক রহমান। দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হলে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুসারে জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে শূন্য চেয়ারম্যান পদে জনাব তারেক রহমানকে দায়িত্ব প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
এর মধ্য দিয়ে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। দলের নেতৃত্বে তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন আশাবাদ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ
সেজান মাহমুদ সোহেল
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত