প্রিন্ট এর তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জিয়া সাইবার ফোর্সের গভীর শোকা
মোঃ রুহুল আমিন (আলামিন), সাভার, আশুলিয়া প্রতিনিধি ||
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটি।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক মো. রুহুল আমিন আলামিন স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে জিয়া সাইবার ফোর্সের সভাপতি কে এম হারুন অর রশিদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মার্চেন্ট মেরিন অফিসার মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক এবং কোটি মানুষের আস্থার ঠিকানা। তাঁর ইন্তেকালে দেশ এক মহান দেশপ্রেমিক ও আপসহীন নেত্রীকে হারালো। এই শূন্যতা কখনো পূরণ হবার নয়।”
নেতৃবৃন্দ আরও বলেন,
“আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারবর্গ এবং দেশজুড়ে তাঁর অগণিত ভক্ত, সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
শোক বিবৃতিতে জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবাই যেন দোয়া ও মোনাজাতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক ঃ
সেজান মাহমুদ সোহেল
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত