প্রিন্ট এর তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫
ফরিদপুর-৪: ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের মনোনয়নপত্র জমা।া
মোঃ রুহুল আমিন (আলামিন), সাভার, আশুলিয়া প্রতিনিধি ||
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর | ২৯ ডিসেম্বর:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির প্রভাবশালী নেতা শহিদুল ইসলাম বাবুল।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় পুরো নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত চত্বর ও আশপাশের এলাকা।
দীর্ঘদিন ধরে ফরিদপুরের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা শহিদুল ইসলাম বাবুল রাজপথের লড়াকু সৈনিক হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“আমি এই মাটির সন্তান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপনাদের পাশে আছি। ফরিদপুর-৪ আসনের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শহিদুল ইসলাম বাবুলের পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং তৃণমূল পর্যায়ে সুদৃঢ় সাংগঠনিক অবস্থান এই আসনে বিএনপিকে শক্ত অবস্থানে নিয়ে গেছে। সাধারণ ভোটারদের মাঝেও তাকে ঘিরে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।
মনোনয়নপত্র দাখিলের সময় জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে শহিদুল ইসলাম বাবুল বিপুল ভোটে জয়লাভ করে ফরিদপুর-৪ আসনটি বিএনপিকে উপহার দেবেন।
সম্পাদক ও প্রকাশক ঃ
সেজান মাহমুদ সোহেল
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত