প্রিন্ট এর তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
দেবহাটার বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান খাঁনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনা
মোঃ রিয়াজুল ইসলাম, দেবহাটা উপজেলা প্রতিনিধি ||
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান খাঁন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এবং নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত আনুমানিক ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।সোমবার বাদ যোহর সুশীলগাতী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। সাতক্ষীরা পুলিশ লাইনের এসআই শামীম আহসানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব।এছাড়াও উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে. এম. রেজাউল করিম, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, জামায়াত নেতা ফয়েজুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও বিপুল সংখ্যক এলাকাবাসী।বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান খাঁনের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক ঃ
সেজান মাহমুদ সোহেল
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত