প্রিন্ট এর তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
সোনাগাজীতে ফ্রেন্ডস ক্যাপিটাল বিডির পরিচালনা পর্ষদ পুনর্গঠনা
মোঃ সোহেল, সোনাগাজী উপজেলা প্রতিনিধি ||
সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীর সমবায় (কাশ্মীর) বাজারে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত আর্থিক প্রতিষ্ঠান ফ্রেন্ডস ক্যাপিটাল বিডি-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের প্রত্যক্ষ ভোটে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন সম্পন্ন হয়।নবগঠিত কমিটিতে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামশেদ আলম আরমান পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন পুনরায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্বে রয়েছেন। ইব্রাহিম খলিল রাজু ভাইস চেয়ারম্যান এবং আফলাতুল কাওসার শামীম পরিচালক হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।এর আগে ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবসহ সার্বিক দায়িত্ব হস্তান্তরের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।ফ্রেন্ডস ক্যাপিটাল বিডির আওতাভুক্ত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফ্রেন্ডস ক্যাপিটাল ক্যাবল নেটওয়ার্ক অ্যান্ড ওয়াইফাই এবং ফ্রেন্ডস ক্যাপিটাল ডেভেলপমেন্ট সোসাইটি।নতুন করে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান জামশেদ আলম আরমান তার ওপর আস্থা রাখার জন্য প্রতিষ্ঠানের সকল শেয়ারহোল্ডার ও দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সততা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ফ্রেন্ডস ক্যাপিটাল বিডিকে সামনে আরও সুসংগঠিত ও গতিশীলভাবে এগিয়ে নিতে সকলের সহযোগিতায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।উল্লেখ্য, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হওয়ার পাশাপাশি ফ্রেন্ডস ক্যাপিটাল বিডি দীর্ঘদিন ধরে এলাকাভিত্তিক সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো সংকটময় মুহূর্তে প্রতিষ্ঠানটি এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তার সর্বোচ্চ চেষ্টা করে থাকে।
সম্পাদক ও প্রকাশক ঃ
সেজান মাহমুদ সোহেল
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত