প্রিন্ট এর তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
"গণধিকার পরিষদ" সাধারণ সম্পাদক রাশেদ খান বহিষ্কারা
||
নিজস্ব প্রতিবেদক ॥
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (গতকাল) রাতে দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশেদ খানের গণঅধিকার পরিষদ ত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর দলের উচ্চতর পরিষদ বিষয়টি পর্যালোচনা করে। পরবর্তীতে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রাশেদ খানকে সংগঠনের সকল পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশক ঃ
সেজান মাহমুদ সোহেল
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত