প্রিন্ট এর তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
উত্তরা থেকে সাভার উপজেলা আ.লীগ নেতা ‘মাউছা ফারুক’ গ্রেফতার।া
মোঃ রুহুল আমিন (আলামিন), সাভার, আশুলিয়া প্রতিনিধি ||
সাভার-আশুলিয়া প্রতিনিধি | সাভার:
রাজধানীর উত্তরা এলাকা থেকে সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন (৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় তিনি ‘মাউছা ফারুক’ নামে পরিচিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
সাভার মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে উত্তরার একটি আত্মগোপনস্থলে অভিযান চালানো হয়। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাভার ও আশুলিয়া থানায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় ফারুক হোসেনের বিরুদ্ধে অন্তত দুটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক জাকির হোসেন বলেন,
“গ্রেফতারকৃত ফারুক হোসেন ছাত্র-জনতা হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি। তাকে সাভার মডেল থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ বিকালেই তাকে আদালতে সোপর্দ করা হবে।”
উল্লেখ্য, এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত এই নেতার বিরুদ্ধে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক ঃ
সেজান মাহমুদ সোহেল
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত