প্রিন্ট এর তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জিয়া সাইবার ফোর্সের শ্রদ্ধা নিবেদনা
মোঃ রুহুল আমিন (আলামিন), সাভার, আশুলিয়া প্রতিনিধি ||
সাভার (ঢাকা):
মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানানো হয়।শ্রদ্ধা নিবেদন শেষে একাত্তরের সকল বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কে এম হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, ঢাকা জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক মো. রুহুল আমিন আলামিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজ্জাদুল আলম পলাশ, সহ-দপ্তর সম্পাদক আরিফ হোসেন খোকন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক মেহেদি হাসান, কেন্দ্রীয় সদস্য জহিরুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।এছাড়াও ঢাকা জেলা ও আশুলিয়া থানা পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া সাইবার ফোর্সের সভাপতি কে এম হারুন অর রশিদ বলেন,
“ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করাই হবে বিজয় দিবসে শহীদদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা।”তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে জিয়া সাইবার ফোর্স আগামীতেও সক্রিয় ভূমিকা রেখে যাবে।
সম্পাদক ও প্রকাশক ঃ
সেজান মাহমুদ সোহেল
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত