প্রিন্ট এর তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা-৪ আসনে দোয়া মাহফিলা
মোঃ রুহুল আমিন (আলামিন), সাভার, আশুলিয়া প্রতিনিধি ||
নিজস্ব প্রতিবেদক, নিবার্তা: ডিসেম্বর ২০২৫, শনিবার, ঢাকা: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় রাজধানীর ঢাকা-৪ আসনে অনুষ্ঠিত হলো এক মহাসমাবেশে পরিণত হওয়া দোয়া মাহফিল। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে মুলদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলসহ বিপুল সংখ্যক এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল জনসমুদ্রে রূপ নেয়।রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুর মডেল স্কুল প্রাঙ্গণে ধর্মীয় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।অন্যান্য বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, অধিকার আদায় ও মানুষের কল্যাণে আজীবন সংগ্রাম করেছেন। তাই তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া ও শুভকামনা অব্যাহত রয়েছে। তারা আশা প্রকাশ করেন—আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারো দেশের মানুষের পাশে দাঁড়াবেন।এ দোয়া মাহফিলের মাধ্যমে ঢাকা-৪ আসনের জনগণ ও বিএনপির নেতা-কর্মীরা তাদের প্রিয় নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সংহতি প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক ঃ
সেজান মাহমুদ সোহেল
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত