প্রিন্ট এর তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বব্যাপী দোয়া—সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমানা
||
স্টাফ রিপোর্টার | দৈনিক নিবার্তা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন এক বার্তায় দলীয় চেয়ারপারসন ও তাঁর মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার চরম অসুস্থতার সময় দেশ-বিদেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের অব্যাহত দোয়া, সমর্থন ও সহমর্মিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।তারেক রহমান লেখেন—
“Zia family and BNP express our most profound thanks for the remarkable outpouring of support for Begum Khaleda Zia's recovery. Leaders, diplomats, friends across the world and the people of Bangladesh have shown overwhelming love and prayers. This unity and compassion have been a source of immense strength.”তিনি আরও বলেন,
“বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, তা আমাদের পরিবারকে গভীরভাবে স্পর্শ করছে। বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা।”উদ্বেগ ও প্রার্থনায় দেশবাসীরাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় দেশজুড়ে উদ্বেগ বিরাজ করছে। তাঁর সুস্থতার জন্য প্রতিদিনই দেশ-বিদেশে দোয়া মাহফিল, প্রার্থনা অনুষ্ঠান এবং অনলাইনে সংহতি প্রকাশ চলছে।ঐক্য ও সহমর্মিতায় অনুপ্রাণিত জিয়া পরিবারতারেক রহমান তাঁর পোস্টে উল্লেখ করেন—
“দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা।”তিনি সকলের কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক ঃ
সেজান মাহমুদ সোহেল
কপিরাইট © ২০২৬ দৈনিক নিবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত